Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি চেয়ারম্যানের বাণী

স্থায়ী সরকার তথা ইউনিয়ন পরিষদের উৎপত্তি ১৮৭০ সালে।অর্থনৈতিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণে পল্লী অঞ্চলের ভিত্তি সৃদুঢ করার লক্ষ্যে প্রথমত চৌকিদার পঞ্চায়েত উদ্ভব ঘটে।কালের বিবর্তনে সর্বশেষ ১৮৭৩ সালে এই স্থানীয় সরকার ব্যবস্থা নামকরন করা হয় ইউনিয়ন পরিষদ।তৃণমূল পর্যায়ে সার্বিক উন্নয়নে অবকাঠামো নির্মান স্থানীয় সম্পদের সুষ্ঠ ব্যবহার ও উন্নয়ন নিশ্চিতকরণ এবং সরকারের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন সহ ইত্যাদি ইউনিয়ন পরিষদের মৌলিক দায়িত্ব। এছাড়া আইন শৃখলা রক্ষা, গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জন্ম মৃত্য নিবন্ধন, অনলাইনে সকল প্রকার কাজ সম্পাদন, বিভিন্ন শুমারী, বিভিন্ন প্রকার সনদ প্রদান, শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন সহ নানা বিধ সেবা মূলক কর্মকান্ড সম্পাদন করে থাকে। উল্লিখিত কর্মকান্ড বর্তমান সরকারের ঘোষিত একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের ওয়েব পোর্টাল হলো একটি অংশ, এই অংশটুকুর কাজ করার জন্য মানণীয় প্রধান মন্ত্রী সহ এটুআই এর সকল কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানাই।

 

আল্লাহ হাফেজ।

মো: সিদ্দিকুর রহমান (বক্কার)

 চেয়ারম্যান                       

রাজৈর ইউনিয়ন পরিষদ               

 রাজৈর, মাদারীপুর।